নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের অধীনে ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত রিসোর্সপার্সন কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগী অধ্যাপক নাজমুল হক বলেন, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৩ হাজার ৭২৫ জন ভর্তিচ্ছুর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ২২৫ জন। পাসের হার শতকরা ৬৮.৮৬ শতাংশ।
অধ্যাপক নাজমুল হক আরো বলেন, বরাবরের মতো নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। পুরুষ ভর্তিচ্ছুদের মধ্যে প্রথম হয়েছেন ইমন হোসেন পলাশ, তার মোট স্কোর ৯১.২০ । একই নম্বর পেয়ে নারী ভর্তিচ্ছুদের মধ্যে প্রথম হয়েছেন ফাতিমা আক্তার রিমি।
অন্যান্য ইউনিটের মতো ‘এ’ ইউনিটের মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
গত ২১ ও ২২ নভেম্বর ১০ শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ৪১০ টি আসন রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট juniv-admission.org থেকে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।
Discussion about this post