খেলাধূলা ডেস্ক
আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (২৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) এ খবর নিশ্চিত করেছে।
তবে অনাষ্ঠানুনিকভাবে সাদা পোশাকে রিয়াদের বিদায়ের খবর জানা গিয়েছিল আগেই। গত ১১ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের পঞ্চম দিনে তাকে গার্ড অব অনার দেয় সতীর্থরা। তখনই তার অবসরের ব্যাপারটি অনেকটা পরিস্কার হয়ে ওঠে।
অবশেষে বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশে ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে, টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়ে ফেলেছেন মাহমুদউল্লাহ। ফলে পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজে রিয়াদের ফিরে আসার ন্যূনতম সম্ভাবনা যারা দেখছিলেন তাদের আশায় গুঁড়ে বালি। সবশেষ ইনিংসটিতে করা ক্যারিয়ার সেরা ১৫০র পর রিয়াদের অবসরের চূড়ান্ত ঘোষণা তার ভক্তদের যে হতাশ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। অবশ্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সাদা পোশাকের তালিকা থেকে আগেই বাদ পড়েছিলেন তিনি।
বিদায়ী টেস্টে মাহমুদউল্লাহ খেলেন ১৫০ রানের এক মহাকাব্যিক ইনিংস। দীর্ঘ ১৬ মাস পর মাঠে নেমে এই ইনিংস খেলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড ২৪০ রানে জয় পাওয়া ম্যাচটিতে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। এই ম্যাচের পর বিসিবি তাকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বললেও তাতে সাড়া দেননি রিয়াদ।
শেষের বর্নিল এই ম্যাচের মতো মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ারের শুরুর ম্যাচটাও ছিল রঙিন। ২০০৯ সালের ৯ জুলাই কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের টেস্ট ক্যারিয়ার শুরু করেন রিয়াদ। অভিষেক এই ম্যাচেই স্বপ্নের সূচনা করেন রিয়াদ। ব্যাট হাতে রান করতে ব্যর্থ হলেও বল হাতে সেই ম্যাচে দলের সেরা বোলার ছিলেন রিয়াদ। প্রথম উইকেটে ৩ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ৫১ রানের বিনিময়ে ৫ উইকেট নেন এ অলরাউন্ডার। সেই বোলিংই সেরা বোলিং ফিগার হয়ে থাকলো রিয়াদের টেস্ট ক্যারিয়ারে।
Discussion about this post