খেলাধূলা ডেস্ক
ইঞ্জুরির কারণে সাকিব আল হাসান না থাকায় বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে তাইজুল ইসলামকে। চট্টগ্রাম টেস্টে তাইজুল সেই দায়িত্ব পালন করছেন শক্ত হাতে। পাকিস্তানকে প্রথম ইনিংসে তিনি একাই গুঁড়িয়ে দিয়েছেন।
উইকেট থেকে খুব বেশি সহায়তা না পাওয়া সত্ত্বেও পাকিস্তানের প্রথম ইনিংসের ৭টি উইকেট শিকার করেছেন তাইজুল। দ্বিতীয় দিনের শেষ দুই সেশনে ধৈর্য ধরে ক্রমাগত বল করে গেলেও কোনো উইকেট পাননি। সেই তাইজুলই তৃতীয় দিনে এমন বিধ্বংসী হয়ে উঠলেন যে, পাকিস্তান লিডের আশা দেখিয়েও থামল ৪৪ রান পিছিয়ে থেকে।
সেই তাইজুলের বন্দনায় যখন ব্যস্ত সবাই, তখন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক প্রকাশ করলেন বিস্ময়। তার বিস্ময় তাইজুলের বিপক্ষে পাকিস্তানি ব্যাটারদের ব্যর্থতায়। তাইজুলের বোলিংকে এমন কিছু মনে হচ্ছে না ইনজামামের, যার কাছে ইনিংসের ৭টি উইকেটই বিলিয়ে দিয়ে আসা লাগতে পারে।
নিজের ইউটিউব চ্যানেলে আলোচনায় ইনজামাম বলেন, ‘যে ৭ উইকেট শিকার করেছে তাকে অভিবাদন। কিন্তু তার বোলিংয়ে আহামরি কিছু দেখিনি। আমি চাই এদের বিপক্ষে পাকিস্তানের ব্যাটাররা আরও দাপটের সাথে খেলুক।’
এই ম্যাচে অবশ্য আরও একবার তাইজুলের সামনে পড়তে হবে ইনজামামের উত্তরসূরিদের। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস যেখানেই থামুক, চতুর্থ ইনিংসে লক্ষ্য তাড়ার বিশাল বড় চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিংয়ে নামতে হবে সফরকারী পাকিস্তানকে। source- বিডিক্রিকটাইম
Discussion about this post