খেলাধূলা ডেস্ক
সিরিজের প্রথম টেস্ট জিততে ২০২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে এই লক্ষ্য তাড়ায় জয়ের সুবাসও পেতে শুরু করেছে পাকিস্তান। চতুর্থ দিন শেষে দুই ওপেনার বিনা উইকেটে তুলে ফেলেছেন ১০৯ রান। জয়ের জন্য আরও প্রয়োজন ৯৩ রান।
চা পানের বিরতির আগে থেকে এবং তৃতীয় সেশনের পুরোভাগেই আধিপত্য বিস্তার করে খেলেছেন দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। হাফসেঞ্চুরি পেয়েছেন দুজনেই। পাশাপাশি দুই ইনিংসেই সেঞ্চুরি পার্টনারশিপের দেখা পেয়েছেন। আবিদ আলী ব্যাট করছেন ৫৬ রানে, সঙ্গী আব্দুল্লাহ শফিক ৫৩ রানে। অবিশ্বাস্য কিংবা অস্বাভাবিক কিছু না ঘটলে চট্টগ্রাম টেস্ট জিততে চলেছে পাকিস্তান।
তবে স্বাগতিক বাংলাদেশ এখনও জয়ের আশা ছাড়ছে না।
চলমান টেস্টের প্রতিদিনই প্রথম সেশন ছিল বোলারদের দখলে পড়েছে। একটু নিয়ন্ত্রিত বোলিংয়েই উইকেট পড়েছে মুড়িমুড়কির মত। ডমিঙ্গোর তাই আশা, প্রথম সেশনে পাকিস্তানকে একটু চেপে ধরতে পারলেই ম্যাচ হেলে যেতে পারে বাংলাদেশের দিকে।
চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রথম সেশনে উইকেট পড়ছে। যেভাবে ছেলেরা লড়াই করেছে তাতে আমি গর্বিত। পাকিস্তান ম্যাচে এগিয়ে আছে। তাদের ৯৩ রান প্রয়োজন, আমাদের জিততে হলে বিশেষ কিছু করতে হবে।’
সেই বিশেষ কিছু যে অসম্ভব নয়, ডমিঙ্গো তা-ই বললেন। দলের লক্ষ্য কী, তাও জানালেন।
তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। আমাদের জয়ের সুযোগ আছে এটা বিশ্বাস করেই কাল মাঠে নামতে হবে। প্রথম আধঘণ্টায় এক-দুটি উইকেট তুলে নিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।’
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২০২ রানের লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান বিনা উইকেটে ১০৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে। দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক দুইজনই হাঁকিয়েছেন অর্ধশতক।
Discussion about this post