আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের নতুন প্রজাতন্ত্র হতে যাচ্ছে বার্বাডোস। কয়েকশ বছরের বেশি সময়ের ধরে ব্রিটিশ রাজতন্ত্রের সাথে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দেশটি।
আগামী সোমবার ও মঙ্গলবার নানা আনুষ্ঠানিকার মধ্য দিয়ে প্রজাতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে দেশটি।
দেশটির রাষ্ট্রপ্রধান রানি দ্বিতীয় এলিজাবেথের বদলে দ্বায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান গভর্নর জেনারেল সান্দ্রা ম্যাসন। দেশটির প্রথম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তিনি।
বার্বাডোস ক্যারিবীয় সাগরের পশ্চিম ভারতীয় দ্বীপুঞ্জের একটি দ্বীপ রাষ্ট্র। ১৯৬৬ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করলেও রাষ্ট্রপ্রধানের দ্বায়িত্বে থেকে যান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ।
Discussion about this post