নিজস্ব প্রতিবেদক
আন্দোলনের মুখে আগামীকাল থেকে গণপরিবহনে হাফ ভাড়া চালু হলেও এ সুবিধা পাবেন না ঢাকার বাইরের শিক্ষার্থীরা। গণপরিবহনে তাদের গুনতে হবে ফুল ভাড়া।
আজ মঙ্গলবার কারওয়ান বাজারে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।
এসময় তিনি আরও বলেন, বিআরটিসি বাসে এ সুবিধা চালু হবে সকাল ৭টা থেকে। তবে ব্যক্তি মালিকানাধীন বাসে শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন সকাল ৮টা থেকে। রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়ার সুবিধা কার্যকর থাকবে।
খন্দকার এনায়েত জানান, সরকারি ছুটিসহ স্কুল-কলেজের মৌসুমি ছুটির সময়গুলোতে হাফ ভাড়া কার্যকর হবে না।ঢাকার বাইরের জেলাগুলোতে যেসব শিক্ষার্থীরা চলাচল করবে তাদের বাসের সম্পূর্ণ ভাড়া পরিশোধ করতে হবে।
Discussion about this post