অনলাইন ডেস্ক
করোনা প্রতিরোধে টিকা কার্যক্রম আরও গতিশীল করতে সরকার ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’ বাস্তবায়নের দিকে যেতে চাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন রোধে করণীয়’ শীর্ষক সভা শেষে তিনি এ কথা জানান।
এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে ১৮টি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সবাই একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।
সেটা হলো—আগে যে ‘নো মাস্ক নো সার্ভিস’ ছিল, এখন আমরা বলতে চাচ্ছি ‘নো ভ্যাকসিন নো সার্ভিস। ’ এটা আমাদের পরামর্শ। যদি এটা বাস্তবায়ন করতে পারি তাহলে টিকা কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি বলেন, ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’ স্লোগানটি চিঠি দিয়ে সব মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হবে। বেসরকারি পর্যায়েও জানানো হবে।
Discussion about this post