খেলাধূলা ডেস্ক
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন সোমবার (২৯ নভেম্বর) মাথায় বলের আঘাত পাওয়া টাইগার ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, হাসপাতাল ছাড়লেও এখনই দলের সঙ্গে যোগ দিতে পারছেন না তরুণ এই ক্রিকেটার।
পাক পেসার শাহিন আফ্রিদির বলে মাথায় আঘাত পাওয়া ইয়াসির রাব্বি চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ‘ইয়াসির আপাতত আলাদা থাকবে। তার করোনা পরীক্ষা করানো হবে। নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে এরপর দলের সঙ্গে যোগ দেবে। তবে ইয়াসির দলের সঙ্গে যেতে পারবে না, তাকে আলাদা ফ্লাইটে ঢাকা যেতে হবে।’
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুতে মুশফিককে হারানোর পর লিটনের সঙ্গে দলের হাল ধরেছিলেন অভিষিক্ত ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি। ৭২ বলে ৩৬ রান করে হাত খুলে খেলার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু তারপরই যেন বিপদটা ঝড়ের বেগে আসে।
শাহিনের বাউন্সার সরাসরি গিয়ে আঘাত হানে ইয়াসিরের হেলমেটে। এরপর কয়েকটা বল খেললেও শেষ পর্যন্ত মাঠ ছেড়ে যেতে বাধ্য হন তরুণ এই টাইগার ব্যাটার। এরপর তার কনকাশন হিসেবে খেলতে নামেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।
শর্ট বলে তেমন স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন না ইয়াসির আলী, সেটা ভালোভাবেই বুঝতে পেরেছিল পাকিস্তানি পেসাররা। যার কারণে যখনই উইকেটে ইয়াসির আলী, তখনই পাক বোলাররা ধারবাহিকভাবে বাউন্স দিয়ে গেছেন। সেই বাউন্সগুলোর একটিই শেষ পর্যন্ত কাল হলো ইয়াসিরের জন্য। শাহিনের বাউন্সারে আঘাত পাওয়ার পর নোমান আলীর ওভার শেষ হওয়ার পরই মাঠ ছাড়েন তিনি।
Discussion about this post