শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১ম বর্ষের (৪৯ ব্যাচ) শিক্ষার্থীদের গনরুমেই উঠালো বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কোন গনরুম থাকবে না বলে ঘোষণা দিয়েছিল জাবি প্রশাসন।
মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা সবাই হলে উঠতে শুরু করে। সবাই যার যার বেডিং, ট্রাংক, ব্যাগ, বইপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হলে উঠে। দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সকল শিক্ষার্থীর জন্য একটি সীট বরাদ্দ থাকার কথা। কিন্তু সারাদিন উদ্বেগ উৎকন্ঠায় কাটলেও দেখা মেলেনি কাঙ্খিত সীটের। দিনশেষে ঠাঁই হয়েছে গণরুমে।
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি প্রফেসর মোহা. মুজিবুর রহমান জানান, “আবাসিক হলগুলোতে সীটের অপর্যাপ্ততার ব্যাপারে অবগত রয়েছি। অন্তত অর্ধেক শিক্ষার্থীকে আমরা আবাসনের আওতায় আনার চেষ্টা করেছি। কিন্তু মাস্টার্স পরীক্ষা শেষ হওয়া (৪৪ ব্যাচ) অনেকেই এখনো হলে অবস্থান করায় এ সংকট এড়ানো যায়নি। তবে গণরুমগুলোতেও আমরা স্বাস্থ্যবিধি মেনেই নির্দিষ্ট দূরত্ব রেখে ছাত্রদের রাখা হয়েছে। কিছু গণরুমে খাট দেয়া হয়েছে।
শিক্ষার্থীদের গণরুমে কতদিন অবস্থান করতে হতে পারে জানতে চাইলে তিনি জানান, “আমাদের নতুন হলগুলোর কাজ এ বছরের মধ্যেই শেষ হবে। আশা করছি আগামী এক/দেড় মাসের মধ্যেই আমরা ছাত্রদের গণরুম থেকে আবাসনের ব্যবস্থা করতে পারব।”
Discussion about this post