নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন রাজধানীর লক্ষ্মীবাজারে শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রশ্ন ফাঁসের কোনও সুযোগ নেই, তবে গুজব সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিন সকাল ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা শুরুর পর শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা নিশ্চিত প্রশ্নপত্র ফাঁসের কোনও সুযোগ নেই। কেউ গুজব ছড়াবার জন্য অপচেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা, অভিভাবক বা বাইরের কোনও লোক হলেও কাউকে ছাড়া হবে না।’
শিক্ষামন্ত্রী বলেন, একমাত্র প্রশ্নপত্র পরীক্ষার হলে যাওয়ার পর যদি কোনওভাবে কিছু করে। আজকাল অনেক ডিভাইস রয়েছে আমরা ধরতে পারলাম না। যদি কেউ সেই পর্যায়ে চলে যায় তখন তো প্রশ্ন বাইরে গেলেও কোনও লাভ নেই। কিন্তু পরীক্ষা প্রশ্নবিদ্ধ করার জন্য এমন কিছু করতে পারে। কিন্তু যারা এর সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
Discussion about this post