নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার (৪ ডিসেম্বর) এই বৃহৎ ক্রীড়া উৎসবের উদ্ধোধন করবেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাবিতে ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার সকাল ৯টায় রাবির শেখ কামাল স্টেডিয়ামে ১০ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। এছাড়াও সভাপতিত্ব করবেন রাকসু-র কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবারের এই ক্রীড়া উৎসবে এ্যাথলেটিকস, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল ও বাস্কেটবলের ১১৪টি ইভেন্টে ১৭টি দলের প্রায় ৮০০ জন প্রতিযোগী অংশ নিবে। আগামী ১৩ ডিসেম্বর বিকেল ৩টায় উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।
Discussion about this post