আমার সুপারিশ হলো, যে সড়ক আইনটি করা হয়েছে, সেটির অবশ্যই বাস্তবায়ন করতে হবে। যদি কিছু মতানৈক্য থাকে, তাহলে সেটা আলোচনার ভিত্তিতে সংশোধন হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে আইন সংসদে পাস হয়েছে, তা অবশ্যই বলবৎ করতে হবে।
আর একটি বিষয়ে বলব, বিআরটিএকে অবশ্যই আধুনিকায়ন এবং শক্তিশালী করতে হবে। একই সঙ্গে বিআরটিসি বাসের সেবা বাড়াতে হবে। সাম্প্রতিক দুটি দুর্ঘটনায় দুই সিটি করপোরেশনের পরিবহন শাখার অব্যবস্থাপনাও মানুষের নজরে এসেছে। আমরা দেখি, সেখানে যাঁরা কর্মকর্তা আছেন, তাঁরা মুখ দিয়ে অনেক কিছু করে ফেলেন। এবার অন্তত তাঁদের নিজের জায়গাটা সংশোধন হওয়া দরকার। তাঁদের গাড়িগুলো যোগ্য চালক দিয়ে চালাতে হবে। সেখানে আরও দক্ষ চালক নিয়োগ দিতে হবে। সব ধরনের অনিয়ম দূর করতে হবে।
ইলিয়াস কাঞ্চন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই
Discussion about this post