নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে হাফ ভাড়া চালু হলেও সারাদেশে এখনও তা কার্যকর হয়নি । এই নিয়ে আন্দোলন করে যাচ্ছে চট্টগ্রামের শিক্ষার্থীরাও। চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে রবিবার ( ৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
শুক্রবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন বাসমালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে আমরা কয়েকটি মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আগামী রবিবার (৫ ডিসেম্বর) একটি ইতিবাচক ঘোষণা আসতে পারে।
তিনি আরও বলেন, সরকারের কাছে আমাদের কিছু দাবি ছিল। এগুলো নিয়েও আমরা বিশ্লেষণ করছি, কী করা যায় তা ভাবছি। সড়ক পরিবহনের মহাসচিব এনায়েত উল্লাহ রবিবার চট্টগ্রাম আসবেন। এ দিন সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন আছে। সেখানে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই সারাদেশের মতো চট্টগ্রামেও হাফ ভাড়া নিশ্চিত, নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এসব দাবি নিয়ে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।
Discussion about this post