শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের ক্যান্টিনে ছাত্রদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন হলটির প্রভোস্ট অধ্যাপক মো. ওবায়দুর রহমান।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে হলের ক্যান্টিন তদারকি করতে গিয়ে ছাত্রদের সঙ্গে খেতে বসে যান তিনি।
এ ঘটনায় ছাত্রদের প্রশংসায় ভাসছেন অধ্যাপক ওবায়দুর রহমান। হলটির শিক্ষার্থীদের অনেকেই ওই মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করছেন।
বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ইসমাঈল হোসেন বলেন, ‘প্রভোস্ট স্যার ছাত্রদের সঙ্গে এক টেবিলে বসে দুপুরের খাবার খেয়েছেন। আমার হলজীবনে দেখা অন্যতম সেরা মুহূর্ত এটি। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি।’
এ বিষয়ে অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, ‘আমি আজ হলের ক্যান্টিন ও নবীন ছাত্রদের কক্ষ পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে ছাত্রদের কোনো সমস্যা হয় কিনা খোঁজ নিয়েছি। পাশাপাশি ক্যান্টিনে দুপুরের খাবারও খেয়েছি। সেখানে খাবারের মান মোটামুটি ভালোই। আর দামটাও ঠিক আছে।’
Discussion about this post