নিজস্ব প্রতিবেদক
কারিগরি জটিলাতার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বিতীয় রিলিজ স্লিপে অনলাইন আবেদন করতে না পারার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।
আজ রোববার (৫ ডিসেম্বর) এ কথা জানান তিনি।
অধ্যাপক মশিউর রহমান বলেন, দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের সময়সীমা শেষ হয়েছে। কারিগরি জটিলতার বিষয়টি আমার জানা ছিল না। কেউ আমাকে এ বিষয়ে অবহিত করেনি। তবে যদি এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেটির সমাধান করবো।
আবেদনের সময় বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, যারা ভর্তি কমিটির দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলতে হবে। কারিগরি জটিলতা হতেই পারে। বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি। এই সমস্যার কারণে আমাদের কোনো শিক্ষার্থী ভর্তি হতে না পারলে আমরা তা সমাধানের চেষ্টা করবো।
এদিকে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে না পারার বিষয়ে ভর্তিচ্ছুরা নানা ধরনের অভিযোগ করেছেন। তারা বলছেন, সার্ভার সমস্যার কারণে আবেদন করা যাচ্ছে না। দ্রুত এ সমস্যার সমাধান করতে হবে। আজকেই আবেদনের সময় শেষ হচ্ছে। যদি সমস্যার সমাধান করা না যায়, সেক্ষেত্রে যেন আবেদনের সময় বাড়িয়ে দেয়া হয়।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর বিকাল ৪টা থেকে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন শুরু হয়। গতকাল শনিবার দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের গ্রহণ শেষ হয়েছে।
Discussion about this post