বিনোদন ডেস্ক
আত্মহত্যা বিরোধী সিনেমা নির্মাণ করেছেন আসাদ সরকার। নাম ‘জীবন পাখি’। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন আসাদ সরকার।
এরই মধ্যে রাজশাহীর বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ শেষ হয়েছে সিনেমাটি। চিত্রায়ণ শেষে সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে। পুরো সিনেমার কাজ শেষ হলেও একদিনের প্যাচওয়ার্ক বাকি বলে জানান নির্মাতা।
আসাদ সরকার বলেন, ১৪ ফেব্রুয়ারিতে মুক্তির পরিকল্পনা নিয়ে সিনেমাটির কাজ এগিয়ে যাচ্ছে। এটি আত্মহত্যা বিরোধী পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এ সিনেমা দেখার পর কেউ আর আত্মহত্যা করতে চাইবেন না। আমাদের দেশে হঠাৎ করেই আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। বিভিন্ন বয়সের, পেশার মানুষ আত্মহত্যার দিকে ঝুঁকছে। সেই ভাবনা থেকেই বিষয়টি বেছে নেওয়া।
গল্পে দেখা যাবে, নানা কারণে কঠিন জীবন জটিলতায় মমতা। যেখানে তার মনে হয় আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু ঘটনা অন্যরকম হয়। সে ঘটনায় জীবনকে ভালোবাসার এক বার্তা তুলে ধরা হয়।
জলছবি মিডিয়ার প্রযোজনায় ‘জীবন পাখি’ সিনেমাটিতে মমতা চরিত্রে অভিনয় করেছেন মোহনা মীম। তার সঙ্গে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সঞ্জীব আহমেদ, মুহিন খান, লাবণ্যক লাবনী, আবু হেনা রনি, ফাতেমাতুজ জোহরা, আব্দুল আজিজ, আনিকা প্রমুখ। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রিপন হাসান।
Discussion about this post