খেলাধূলা ডেস্ক
মিরপুরের মাঠে কোনও বল না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের তৃতীয় দিন। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গতকাল রাত থেকেই বৃষ্টি ঝরেছে। সোমবার সকালেও ছিল একই দৃশ্য। পরিস্থিতি অনুকূল নয় বলে দুই দলকেই টিম হোটেল থাকার পরামর্শ দিয়েছিলেন ম্যাচ রেফারি। শেষ পর্যন্ত প্রতিকূল আবহাওয়া দিনের খেলা পরিত্যক্ত করার সিদ্ধান্ত এসেছে দুপুরেই।
টানা বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা হওয়া নিয়েই শঙ্কা ছিল। কোনও খেলা ছাড়াই শেষ হয়ে যায় প্রথম সেশন। দ্বিতীয় সেশনেও কোনও সম্ভাবনা ছিল না। বরং বৃষ্টির পরিমাণ বেড়েছে সময়ের সঙ্গে। অবশ্য কাল পরশু আবহাওয়ার উন্নতির পূর্বাভাস রয়েছে। ফলে শেষ দুই দিনে ম্যাচ জমিয়ে তুলতে চাইবে দুই দল। কালকেও ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। খেলা হবে ৯৮ ওভার।
দ্বিতীয় এই টেস্টে ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল প্রথম দিন থেকে। ৫৭ ওভার খেলা হয়েছিল। পরে আলোর স্বল্পতায় ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় দিনেও খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। তৃতীয় দিন তো কোনও বলই মাঠে গড়ালো না। খেলা পরিত্যক্ত হওয়ার আগে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৮৮ রান। ক্রিজে আছেন বাবর আজম (৭১) ও আজহার আলী (৫২)।
Discussion about this post