নিজস্ব প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে। আগামীকালের মধ্যে ভর্তি পরীক্ষার মেধা তালিকা শিক্ষার্থীদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ড. খান গোলাম কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামীকালের মধ্যে মেসেজের মাধ্যমে মেধাক্রম জানিয়ে দেয়া হবে। এরপর শিক্ষার্থীরা অনলাইনে বিষয় ভিত্তিক পছন্দ দিতে পারবে। ক, ঘ ইউনিটের ভর্তি শুরু হবে আগামী ১৩ ডিসেম্বর থেকে এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২০ ডিসেম্বর থেকে।
রেজিস্ট্রার আরও বলেন, খ ও গ ইউনিটের ভর্তি শুরু আগামী ১৯ ডিসেম্বর থেকে এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২৩ ডিসেম্বর থেকে। ভর্তি বিষয়ে সব তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে (ku.ac.bd)।
Discussion about this post