নিজস্ব প্রতিবেদক
উচ্চশিক্ষায় আউটকাম বেইজড এডুকেশন জরুরি উল্লেখ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, ‘উচ্চশিক্ষায় গবেষণা দুর্বল, গবেষণা থেকে কী হচ্ছে আমরা কেউ জানি না। ’
মঙ্গলবার (৭ ডিসেম্বর) ইউজিসি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক দুদিন ব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করে ইউজিসি।
‘চাহিদা অনুযায়ী উচ্চশিক্ষায় গবেষণা করার আহ্বান জানিয়ে অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, ‘ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমির মধ্যে সংযোগ স্থাপন করতে হবে।’
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘আমারা টাকা দিচ্ছি গবেষণা হচ্ছে, সেই গবেষণা থেকে কী হচ্ছে আমরা জানি না। গবেষণা পাবলিশ হচ্ছে কিনা তাও জানি না। গবেষণা করে ড্রয়ারে রেখে দিচ্ছেন কিনা তাও কেউ জানে না। আমরা এখন নজর দিচ্ছি আউটকাম বেউজড রিসার্চ ও এডুকেশনে। আউটকাম বেইজড এডুকেশন শিক্ষায় যেতে হবে। আমি আশা করবো ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলো আগ্রহী হবে।’
অনুষ্ঠানে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ইউজিসি ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক দুদিন ব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে আগামী ১০ ও ১১ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
Discussion about this post