নিজস্ব প্রতিবেদক
এসএসসি ও এইচএসসির জিপিএ নাম্বার ছাড়াই আগামী ৪ জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে। আজ বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য মতে, গত ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এ-১, এ-২ এবং বি এই তিন ইউনিটে মোট ১৫৮৭ টি আসনের বিপরীতে ৩০ হাজার ২৩৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসাবে প্রতি আসনের জন্য ১৯ জন শিক্ষার্থী লড়বেন। এদিকে ৩০ হাজার ২৩৭টি আবেদনের মধ্যে ‘এ-১’ ইউনিটে ১৪ হাজার ২৬৫ জন, ‘এ-২’ ইউনিটে ৫৩৬ জন এবং ‘বি’ ইউনিটে ১৫ হাজার ৪৩৬ জন আবেদন করেছেন।
অধ্যাপক ড. মুশতাক আহমেদ বলেন, আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তালিকা তৈরি করেছি। প্রাথমিক তালিকা থেকে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকার ভিত্তিতে আগামী ৪ জানুয়ারী থেকে শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য ডাকা হবে। এবার ভর্তিও ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসির নাম্বর যোগ করা হবে না।
Discussion about this post