শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ৫৭তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষা পরিবারের সদস্যরা।
আজ বুধবার (৮ ডিসেম্বর) শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা তাকে শুভেচ্ছা জানান।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর শিক্ষামন্ত্রী দীপু মনি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। আজ বুধবার তার ৬৫তম জন্মবার্ষিকী এবং ৫৭তম জন্মদিন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ভাষাবীর এম এ ওয়াদুদের একমাত্র কন্যা শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, জন্মদিনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুরে রয়েছেন। স্থানীয় নেতাকর্মীরা তার জন্মদিনে সকাল থেকে শুভেচ্ছা জানিয়েছেন। তার জন্মদিনে শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকাল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে।
শিক্ষামন্ত্রী তার জন্মদিনে ঢাকায় না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকরা ব্যক্তিগতভাবে এবং সাংগাঠনিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরছেন।
প্রসঙ্গত, ডা. দীপু মনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Discussion about this post