নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ও রিলিজ স্লিপের সর্বশেষ মেধা তালিকা আগামী বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টায় প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধা তালিকা বিকাল ৪টায় প্রকাশ করা হবে। ফলাফল পেতে nu<space>athn<space>roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ওই দিন বিকাল থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত ৯টা থেকে পাওয়া যাবে।
প্রসঙ্গত, দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯-২০ শিক্ষাবর্ষে কোনও শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২০ ডিসেম্বরের মধ্যে আগের শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে।
এছাড়া দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোনও সুযোগ থাকবে না।
দ্বিতীয় রিলিজ স্লিপে মেধা তালিকার ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।
দ্বিতীয় ও সর্বশেষ বিশেষ স্লিপের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Applicant Login অপশনে Honours Login লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে আগামী ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে।
দ্বিতীয় স্লিপের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫৮৫ টাকা সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে ১১ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে।
আগামী ১১ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে কলেজ কর্তৃক দ্বিতীয় বিশেষ স্লিপের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি (শিক্ষার্থীদের সনদ অনুযায়ী) যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।
কোনও শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগতি বা গড়মিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত না করে বিষয়টি লিখিতভাবে ডিন বরাবর জানাতে হবে।
সংশ্লিষ্ট কলেজকে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তি করা শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি ৪৮৫ টাকা হারে যেকোনও সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে।
Discussion about this post