শিক্ষার আলো ডেস্ক
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের পক্ষ থেকে মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে সরকার যেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করে, এ দাবি জানানো হয়েছে।
ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলেনে মহাজোটের আহ্বায়ক ও বাংলাদশে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. মাইন উদ্দিন বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা র্পূণাঙ্গ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাঠ্যক্রম, সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়রে অধীনে শিক্ষাব্যবস্থা পরিচালিত হলেও শিক্ষাব্যবস্থায় সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বিরাট পার্থক্য বিরাজমান।
তিনি বলেন, উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, পদোন্নতি না থাকা, সন্তানের শিক্ষা ভাতা, হাউজ লোন, বদলি প্রথা, চাকরি শেষে নেই পেনশন, সবক্ষেত্রেই আমরা বৈষম্যের শিকার। অবসর ও কল্যাণ ট্রাষ্টে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে প্রতি মাসে বেতনের ১০% করে কেটে রাখলেও ৬% এর বেশি সুবিধা এখনো দেওয়া হয় না এবং বৃদ্ধ বয়সে যথাসময়ে এ টাকা প্রাপ্তির নিশ্চয়তা নেই।
সংবাদ সম্মেলনে মহাজোটের সদস্য সচিব জসিম উদ্দিন আহমেদ বলেন, ১৯৭৩ সালের মাত্র ৭৮৬ কোটি টাকার বাজেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন, বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীগণের বেতন ৫০ টাকা থেকে ৭৫ টাকায় এবং বেসরকারি কলেজের বেতন ১০০ টাকা থেকে ১৫০ টাকায় উন্নীত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ২০১৩ সালে ছাব্বিশ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। বর্তমানে ৫ লাখ কোটি টাকার বেশি অর্থের বাজেটে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ না হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক ও অমানবিক।
তিনি আরও বলেন, মহাজোটের নেতারা মনে করেন, সরকার বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে এবং স্বাধীনতার সুর্বণজয়ন্তীকে স্মরণীয় করে রাখার জন্য মুজিব শতর্বষই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের মাহেন্দ্রক্ষণ। বর্তমান সরকারের একটি রাজনৈতিক সিদ্ধান্তই পারে এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণ ঘোষণা দিতে।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে এমপওিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা না আসলে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করবেন।
Discussion about this post