শিক্ষার আলো ডেস্ক
২০২২ সালের এইচএসসি পরীক্ষার পূর্ব ঘোষিত সিলেবাস আরও কমিয়ে ৫০ শতাংশ করার দাবি জানিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
রবিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। একই সময় আরও তিনটি দাবিও জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, করোনাভাইরাসের কারণে তারা ঠিকমতো ক্লাস করতে পারেননি। অনলাইনে ক্লাস হলেও অনেক শিক্ষার্থী ইন্টারনেটের খরচ বহন করতে না পারায় ক্লাসে যুক্ত হতে পারেননি। ফলে আমাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী সঠিক সময়ে সঠিক শিক্ষা গ্রহণ করতে পারেনি।
শিক্ষার্থীরা বলেন, আমরা দেখেছি ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীরা প্রায় ১০ মাস সশরীরে ক্লাস করার সুযোগ পেয়েছেন। অথচ তাদের গ্রুপ ভিত্তিক মাত্রে তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অথচ আমরা যারা ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী আছি তারা প্রায় ৭০ শতাংশ সিলেবাসের উপর সব বিষয়ের পরীক্ষা দিতে হবে। এই অবস্থায় যদি সিলেবাস না কমানো হয় তাহলে আমাদের মধ্যে অনেকেই ঝড়ে পড়বে। অনেকের জীবনের আশা ফুরিয়ে যাবে, অনেকে হতাশা আত্মহত্যা করবে।এর জন্য দায়ী হবে আমাদের শিক্ষা ব্যবস্থা।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো— সিলেবাসের আলোকে পরীক্ষার সময় নির্ধারণ করতে হবে, শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের পরীক্ষা নিতে হবে এবং সব অযুহাত বাদ দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে।
মানববন্ধনে ঢাকার বিভিন্ন কলেজের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Discussion about this post