অনলাইন ডেস্ক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের আশা, বঙ্গবন্ধুর জীবনীনির্ভর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ জনপ্রিয়তা পাবে। ছবিটি নির্মাণে সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রবিবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসবের পাশাপাশি জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
ড. হাছান মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং অন্য ভাষাভাষিসহ কোটি কোটি মানুষ গ্রন্থটি পড়েছে। চলচ্চিত্রটি অন্যান্য ভাষায় ডাবিং করে বিভিন্ন দেশে পাঠালে বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম ও সংগ্রাম সম্পর্কে বিশ্ববাসী জানতে পারবেন।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে সাজানো হয়েছে ‘চিরঞ্জীব মুজিব’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা নিবেদিত চলচ্চিত্র এটি।
‘চিরঞ্জীব মুজিব’ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন নেছা রেণুর ভূমিকায় আছেন পূর্ণিমা। বঙ্গবন্ধুর বাবা ও মা হিসেবে অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ ও দিলারা জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলাম। তিনি জানান, গত ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবিটির তিনটি পোস্টারে স্বাক্ষর দেন।
মিট দ্য প্রেসে আরও ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, সচিব মকবুল হোসেন, ‘চিরঞ্জীব মুজিব’ ছবির পরিচালক জুয়েল মাহমুদ ও প্রযোজক লিটন হায়দার।
Discussion about this post