অনলাইন ডেস্ক
করোনাভাইরাস প্রতিরোধী দুটি গুরুত্বপূর্ণ টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা।
টিকা দুটির একটি তৈরি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। অন্যটি বানিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ইনোভায়ো ফার্মাসিউটিক্যালস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ দুটি টিকা কোনো পশুর শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতি দিয়েছে।
অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা দুটি টিকার পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু করেছেন। মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে টিকা দুটি প্রয়োগের উপযোগী কিনা তা বিশ্লেষণ করে দেখছেন তারা। গত মাসে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মানুষের শরীরে করোনাভাইরাসের টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। তবে এর আগে সে টিকা কোনো পশুর শরীরে প্রয়োগ করা হয়নি।
অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অরগানাইজেশন (সিএসআইআরও) দাবি করেছে, তারা টিকা দুটির পরীক্ষামূলক প্রয়োগ আরও ব্যাপক আকারে করছে।
পশুর শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফল আগামী জুন মাসের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। এই ধাপ সফল হলে টিকা দুটি মানুষের শরীরে প্রয়োগ করা হবে। সেখান থেকে ইতিবাচক ফল পাওয়া গেলে তা বাজারজাতকরণের ব্যবস্থা করা হবে। এ টিকা সাধারণ মানুষের হাতে পৌঁছাতে ১২ থেকে ১৮ মাসের মতো সময় লাগতে পারে।
এ মুহূর্তে বিশ্বজুড়ে করোনা প্রতিরোধী ২০টি টিকা আবিস্কারের চেষ্টা চলছে।
Discussion about this post