শিক্ষার আলো ডেস্ক
মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসীমা ১১ বছরের বেশি হওয়ার কথা থাকলেও রাজধানীর হলিক্রস গার্লস হাই স্কুলে তা মানা হচ্ছে না। এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ১০-১১ বছর চাওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভর্তি বিজ্ঞপ্তিতে প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত ভর্তি হওয়া যাবে, সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কারণ কোনো শিশু নির্ধারিত বয়সের কিছু পরও বিদ্যালয়ে ভর্তি হতে পারে।
হলিক্রসের ভর্তির শর্তে বলা হয়েছে, ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত বয়স হতে হবে ১০ থেকে ১১ বছরের মধ্যে। অথচ সরকারের নির্দেশনা অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স ৬ বছরের অধিক হতে হবে। সেই হিসাবে পঞ্চম শ্রেণি পাস করার পর একজন শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স দাঁড়ায় ১১ বছরের বেশি। অথচ ১১ বছরের বেশি বয়স হলে ভর্তি হওয়া যাবে না হলিক্রসে। শিক্ষার্থীদের ভর্তির বয়স সংক্রান্ত এই সরকারি নির্দেশনা মানা হচ্ছে না প্রতিষ্ঠানটিতে।
এ বিষয়ে কথা বলতে হলিক্রসের অধ্যক্ষ শিখা গোমেজকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সর্বোচ্চ বয়সীমা নির্ধারণের সুযোগ নেই। কারণ প্রথম শ্রেণিতে ৬ প্লাস বয়স থেকে ভর্তি হওয়া যাবে। সেই হিসেবে সর্বনিম্ন বয়স নির্ধারণ করা থাকলেও সর্বোচ্চ বয়স নির্ধারণ করার সুযোগ নেই।
জানা গেছে, হলিক্রস আগে পরীক্ষা নিয়ে শিক্ষার্থী বাছাই করছে। বাছাইকৃত শিক্ষার্থীদের মধ্যে লটারি অনুষ্ঠিত হবে। এক্ষেত্রেও সরকারের নির্দেশনা মানা হয়নি। কারণ মাউশি থেকে বলা হয়েছে, শুধু লটারি ছাড়া অন্য কোনো প্রক্রিয়া অনুসরণ করা যাবে না।
Discussion about this post