খেলাধূলা ডেস্ক
কম বয়সে কোনও নির্দিষ্ট ক্লাবের হয়ে এতগুলো গোল আগে কেউ করতে পারেনি। অন্তত ৭০ বছরের শীর্ষ পর্যায়ের ফুটবলে এমনটা দেখা যায়নি। কিলিয়ান এমবাপ্পের কল্যাণে সেটাই দেখা গেলো লিগ ওয়ানে। পিএসজির হয়ে গোলের সেঞ্চুরি পূরণ করেছেন ফরাসি তারকা। তাতে সর্বকনিষ্ঠ হিসেবে ওই রেকর্ডের পাতায় ঢুকে গেছে তার নাম।
মোনাকোর বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের দুটি গোলই আসে এমবাপ্পের কাছ থেকে। প্রথম গোলটি পেনাল্টি থেকে করার পর রেকর্ড গড়া গোলটিতে ছিল মেসির অবদান। আর্জেন্টাইন তারকার অ্যাসিস্টে আসে এমবাপ্পের দ্বিতীয় গোল। নির্দিষ্ট ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরি করার সময় এমবাপ্পের বয়স ছিল ২২ বছর ৩৫৭ দিন।
এমন কীর্তির পর এমবাপ্পে উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘আমি খেলতে ভালোবাসি, মাঠে প্রতিটি ম্যাচ খেলতে এখনও ভালোবাসি। তাই আজকেও খেলতে পেরে, দলকে জেতাতে পেরে ভীষণ আনন্দিত। আশা করছি, বছর শেষের পূর্বে এই ধারা অব্যাহত রাখতে পারবো।’
এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচ জয়ের পর লিগ ওয়ানে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে মার্শেই।
Discussion about this post