শিক্ষার আলো ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার নিযুক্ত হচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইসিসিআর জানায়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রথম বঙ্গবন্ধু চেয়ার নিযুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক। শহীদুল হক একজন সাবেক কূটনীতিক এবং প্রখ্যাত শিক্ষাবিদ। যিনি ভারত-বাংলাদেশ নিয়ে ব্যাপক গবেষণা করেছেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিল্লি বিশ্ববিদ্যালয় ও আইসিসিআরের মধ্যে ১২ জুলাই বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার জন্য সমঝোতা স্মারক সই হয়।
এই চেয়ার প্রতিষ্ঠা একাডেমিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারের একটি পদক্ষেপ বলে জানায় আইসিসিআর।
Discussion about this post