শিক্ষার আলো ডেস্ক
১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করে তারা। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম বলেন, ১৪ ডিসেম্বর বাঙালির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। তারা বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে এই দেশটি মেধাশূন্য করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হয়নি। আজকে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে। শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ কর্মী আক্তারুজ্জামান সোহেল, মাহবুবুল হক রাফা, আজিজুর রহমান লিলু, রতন বিশ্বাস, হাবিবুর রহমান লিটন, এনামুল হক এনাম, আব্দুর রহমান ইফতি, আলম শেখ প্রমুখ।
Discussion about this post