শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে উপাচার্যপন্থী শিক্ষকদের প্যানেল ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে এ প্যানেল ঘোষণা শেষে প্রার্থীগণ নির্বাচন কমিশনারের কাছে মনোনয়ন দাখিল করেছেন।
প্যানেলে সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক সাজ্জাদ লায়েক এন্দেলাহ, সহ-সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা, সাধারণ সম্পাদক পদে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), জেইউ অধ্যাপক মোতাহার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আয়েশা সিদ্দীকা, কোষাধ্যক্ষ পদে লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান নির্বাচনে অংশগ্রহণ করবেন।
সদস্যপদে পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নঈম আজিজ আনসারী, নৃবিজ্ঞান বিভাগের আকবর হোসেন, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাশ, ইনস্টিটিউট অব ইনফোরমেশেন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক শামীম কায়সার, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক বুলবুল আহমেদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা আক্তার, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক তাজউদ্দিন সিকদার, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাকিবুল হাসান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাহমিনা ফেরদৌস বলেন, তারা মনোনয়ন জমা দিয়েছেন। প্রায় দুই বছর পর নির্বাচন আসায় সবাই খুবই প্রাণবন্ত। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি।
আগামী ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ক্লাবে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হবে। গণনা শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে।
Discussion about this post