খেলাধূলা ডেস্ক
ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ৫৭ বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের ইনিংসে জশ ফিলিপের ব্যাট থেকে আসে ৬১ বলে ৯৯ রানের অপরাজিত ইনিংস। অংকের হিসেবে ফিলিপের চেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েলই। কিন্তু ম্যাচের ফল বিচারে বড় ছিল ফিলিপের ৯৯ রানই।
ঘটনা বুধবারের। বিগ ব্যাশ লিগের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যাক্সওয়েলের মেলবোর্ন স্টারস ও জশ ফিলিপের সিডনি সিক্সারস। যেখানে ম্যাক্সওয়েলের সেঞ্চুরিকে ম্লান করে অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলে দলকে ৭ উইকেটের জয় এনে দিয়েছেন ডানহাতি ব্যাটার ফিলিপ।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে স্বাগতিক দলটির সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৭৭ রান। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে দুই বল হাতে রেখেই ম্যাচ জিতেছে সিডনি। এ জয়ের পর ৪ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারাই। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে মেলবোর্ন স্টারস।
সিডনির পক্ষে ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন ফিলিপ। ইনিংসের শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। সেই ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিতের পাশাপাশি সিডনির পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ৯৯ রানের ইনিংসটিও খেলেন ফিলিপ।
ইনিংস সূচনা করতে নেমে জয় নিয়ে মাঠ ছাড়া পর্যন্ত ৬১ বল খেলে ১১ চার ও ২ ছক্কার মারে ৯৯ রান করেছেন এ ডানহাতি ব্যাটার। এছাড়া অধিনায়ক ময়সেস হেনরিকস ২০ বলে ২৯ ও পাঁচে নেমে জর্ডান সিল্ক করেছেন ১৯ বলে ২৫ রান। সিল্কের সঙ্গে ৬.৩ ওভারে ৬৬ রানের জুটিতেই জয় নিশ্চিত করেন ম্যাচসেরা ফিলিপ।
এর আগে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ। যা কি না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার প্রথম। অন্য তিনটি সেঞ্চুরিই আন্তর্জাতিক ক্রিকেটে। শুরুর বিপর্যের পর তিন নম্বরে নেমেছিলেন তিনি। ইনিংসের ১৯তম ওভারে আউট হওয়ার আগে ১২ চার ও ৩ ছক্কার মারে খেলেন ৫৭ বলে ১০৩ রানের ইনিংস।
Discussion about this post