খেলাধূলা ডেস্ক
একের পর এক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছিল। ফলে সিরিজ স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনাও উঁকি দিচ্ছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। টি-টোয়েন্টি সিরিজ শেষ করা গেলেও পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ স্থগিত হয়ে গেছে। যৌথ বিবৃতিতে দুই দেশের ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে বিষয়টি।
২০২২ সালের জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গত ৯ ডিসেম্বর ক্যারিবিয়ানরা পাকিস্তান সফরে আসার পর থেকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছিল তাদের ক্যাম্পে। বুধবারের পিসিআর পরীক্ষায় আরও পাঁচ ক্যারিবিয়ান ক্রিকেটার পজিটিভ হন। সব মিলিয়ে সফরকারী দলের ৯ সদস্যের শরীরে প্রাণঘাতী ভাইরাস ধরা পড়ে। এই অবস্থায় ওয়ানডে সিরিজ স্থগিত করাকেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত মনে করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে আরেক দফা পিসিআর টেস্ট হয়। সেখানে ওয়েস্ট ইন্ডিজ দলে বাকি থাকা ১৫ ক্রিকেটার ও ছয় সাপোর্ট স্টাফের নমুনা নেওয়া হয়েছিল। মোট ২১ জনের সবার ফল নেগেটিভ আসায় মাঠে গড়িয়েছিল তৃতীয় টি-টোয়েন্টি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ এই ওয়ানডে সিরিজ ২০২২ সালের জুনে আয়োজন করা হবে। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ দল তাদের সেরা শক্তি নিয়ে মাঠে নামার সুযোগ পাবে। বিশ্বকাপে জায়গা নিশ্চিতের লক্ষ্যে সেরা খেলোয়াড়দের মাঠে পাবে তারা।’
অনেক শঙ্কার মধ্যেও শেষ হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২০৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েও ৭ উইকেটে হেরেছে। এরই সঙ্গে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার পর্বও সেরে নিয়েছে পাকিস্তান।
Discussion about this post