শিক্ষার আলো ডেস্ক
‘কোনো চিঠিতে মায়ের আকুতি, কোনোটাতে বিদয়ী সম্ভাষণ। দীর্ঘদিন দেখা না হওয়া স্বজনের কুশল বিনিময় কিংবা যুদ্ধের সময়কার কোনো অভিজ্ঞতার বর্নণা। মুক্তিযুদ্ধ সময়কালীন এসব নানান ঐতিহাসিক চিঠি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে ‘চিঠি মঞ্চ’।
বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভয়ারণ্য’ এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে চিঠি মঞ্চ প্রদর্শীত হয়।
মহান মুক্তিযুদ্ধের সময়কার ঐতিহাসিক চিঠি নিয়ে একটি প্রতীকী পোস্ট বক্স ও চিঠি মঞ্চ তৈরি করা হয়েছে। এতে স্থান পেয়েছে ঐতিহাসিক ৬৭টি চিঠি।
সংগঠনের সদস্য সামিহা জানান, এই চিঠিগুলো আমাদের নিজেদের হাতে লেখা। অধিকাংশ চিঠি সংগৃহীত হয়েছে ‘একাত্তরের চিঠি’ নামক গ্রন্থ থেকে।
অভয়ারণ্যের সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন জানান, চিঠি মঞ্চটি উৎসর্গ করা হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার গেরিলা বাহিনী ‘ক্র্যাক প্লাটুন’ কে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ও প্রায় ৮২টি গেরিলা যুদ্ধে অংশ নেন। নতুন প্রজন্মের কাছে বিজয়ের এই দিনে শুধু আনন্দ অনূভুতি নয় এর পেছনে আবেগ ও ইতিহাস তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।
Discussion about this post