শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যকর পরিষদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
১৮ ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাদা এবং নীল উভয়ই দলের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী।
গত নির্বাচনে করোনা মহামারিসহ বিভিন্ন কারণ দেখিয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল অংশগ্রহণ না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল জয়ী হয়েছিল।
নির্বাচন পরিচালক তোফায়েল আহমদ চৌধুরী বলেন, আজ উভয় দলই মনোনয়নপত্র জমা দিয়েছে। আশা করা যাচ্ছে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২০ ডিসেম্বর সন্ধ্যা সাতটার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ পাবেন প্রার্থীরা। ওইদিনই রাত আটটার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, গত বছর করোনার কারণে শিক্ষকদের বিশেষ করে বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আমরা বলেছিলাম নির্বাচন করাটা সমীচীন হবে না। তাই আমরা নির্বাচনে মত দেইনি এবং অংশগ্রহণও করিনি।
তিনি বলেন, ইতোমধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছে, সশরীরে ক্লাস হচ্ছে, আমরা পরীক্ষা নিচ্ছি। সুতরাং শুধু শিক্ষক সমিতি কেন অনন্য নির্বাচন হলে সেখানেও আমরা অংশগ্রহণ করব।
দিকে নীল দল এবং সাদা দলের প্যানেলও চূড়ান্ত হয়ে গেছে। নীল দলের বেশ কয়েকজন শিক্ষক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, শীর্ষ ছয়টি পদে কোনো পরিবর্তন আসেনি। বাকি ১০টি সদস্য পদে কিছুটা পরিবর্তন এসেছে।
সভাপতি পদে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা চৌধুরী, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. নিজামুল হক ভূইঁয়া এবং যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে সাদা দলের পক্ষ থেকে জানা গেছে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. ইয়ারুল কবীর এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম।
আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত কয়েক বছর ধরে এই শিক্ষক সমিতিতে আওয়ামী লীগ সমর্থক প্যানেল জয়ী হয়ে আসছে। তার আগে টানা কয়েকবার বিএনপি সমর্থকরা সমিতির নিয়ন্ত্রণে ছিলেন।
Discussion about this post