শিক্ষার আলো ডেস্ক
স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ফ্রান্সের লিয়ন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৪ জানুয়ারি।
‘ল্যাবেক্স মিলয়ন স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের প্রথম ১০ মাসে ১ হাজার ইউরো করে মোট ১০ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। গণিত ও কম্পিউটার সায়েন্স নিয়ে শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারবেন।
প্রতিবছর ল্যাবরেটরি অব এক্সিলেন্স মিলয়ন বিশ্বের স্নাতক ও স্নাতকোত্তের পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের ওপর ভিত্তি করে ফ্রান্সে পড়ালেখা করার জন্য একটি বৃত্তি দিয়ে থাকে। প্রতিবছর বিজ্ঞানের যেকোনো শাখার ৪৫০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়।
সুযোগ-সুবিধাসমূহ:
* প্রতি মাসে ১ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা।
* মোট দশ মাস এ বৃত্তি দেয়া হবে।
* এছাড়া স্নাতক তৃতীয় বর্ষে ফান্ডামেন্টাল ম্যাথমেটিকস, জেনারেল ম্যাথমেটিকস, ফান্ডামেন্টাল কম্পিউটিংসহ আরও অনেক কোর্স শেখানো হবে।
আবেদনের যোগ্যতা:
* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ থাকতে হবে।
* ফরাসি ভাষা দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনীয় নথি:
* কমপক্ষে ২ পৃষ্ঠার জীবন বৃত্তান্ত (সিভি)।
* একাডেমিক রেজাল্টের স্ক্যানড কপি।
* ২টি রিকমেন্ডেশন লেটার।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। প্রোগ্রামটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন।
Discussion about this post