শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার (আরইউমুনা) ২০২১-২২ বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইমনকে সভাপতি ও ফাইন্যান্স বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ফিদা-উল-হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রাবি ছায়া জাতিসংঘের সাধারণ বার্ষিক পরিষদে ১১ সদস্যের এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ আজম শান্তনু।
কমিটির অন্য সদস্যরা হলেন- মোজাহিদ তালুকদার (যুগ্ম সাধারণ সম্পাদক), রাজিব হোসাইন (পাবলিক রিলেশন), আব্দুল্লাহ আল মামুন (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন), তৌফিক আহমেদ (ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশন), অমিত চাকমা সুলভ (ফাইন্যান্স), মেহেদী হাসান শুভ (সেশন ম্যানেজমেন্ট), সজিব কুমার দাস (ডেলিগেশন), ওমর ফারুক (ইভেন্ট ম্যানেজমেন্ট), তাজরিন আহমেদ খান মেধা (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট)।
এর আগে, ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ছায়া জাতিসংঘ সম্মেলনে দেশব্যাপী ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ এর বেশি শিক্ষার্থী অংশ নেন। ছয়টি কমিটিতে সম্মেলনের সেশনগুলো অনুষ্ঠিত হয়। এতে চার ক্যাটাগরিতে ২৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
Discussion about this post