শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া উচিত বলে মনে করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একজন শিক্ষার্থীর কমপক্ষে দুইবার সুযোগ পাওয়া দরকার।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে এই অভিমত ব্যক্ত করেন ইউজিসি সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয়) প্রফেসর ড. দিল আফরোজা বেগম ও ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
প্রফেসর ড. দিল আফরোজা বেগম বলেন, শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমাদের একটি বৈঠক হয়েছে। সেখানে শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী মনে করেন ‘শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া দরকার’। তার এই কথার সাথে ইউজিসিও একমত পোষণ করেছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের একবার সুযোগ দেয়া উচিত নয় জানিয়ে ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অন্তত পক্ষে দুইবার সুযোগ দেয়া উচিত। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে পুনরায় আলোচনায় বসা দরকার। দ্বিতীয়বার যারা ভর্তি পরীক্ষা দেবে তারা তাদের যোগ্যতার মাধ্যমেই ভর্তির সুযোগ পাবে। তাহলে এখানে সমস্যা কোথায়?
তিনি বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়; বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটসহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্ত পরীক্ষার সুযোগ দেয়া দরকার। এটি শিক্ষার্থীদের অধিকার। একজন শিক্ষার্থী বিভিন্ন কারণে প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় না। আবার অনেকে প্রথমবার ভর্তি পরীক্ষায় খারাপ করে। তাই বলে কি সে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পাবে না? এটা কোনো ভাবেই কাম্য নয়।
প্রফেসর আলমগীর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলে থাকেন যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোড় দিলে অনেক আসন ফাঁকা হয়ে যায়। তাদের তো বোঝা উচিৎ যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে শিক্ষার্থীরা তো জানে কোন বিষয় কেমন। এছাড়া একজন পদার্থ বিজ্ঞানে ভর্তি হয়েছে বলে কি সে পরেরবার কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়তে পারবে না? উন্নত বিশ্বে অনেকবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ পাওয়া যায়। ইউজিসিও শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার পক্ষে।
Discussion about this post