শিক্ষার আলো ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাইয়ের ২য় পুনর্মিলনী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৪ ডিসেম্বর) ব্যবস্থাপনা বিভাগে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে অ্যালামনাইয়ের কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার এমেল হক মোল্লার সঞ্চালনায় অ্যাসোসিয়েশনের সভাপতি রামেদুল ইসলাম পল্লব, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ বাকি সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য একটি আয়োজক কমিটি গঠন করা হয়।
শেখ মোহাম্মদ আজহারকে আহ্বায়ক ও আবুল বাশারকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়। এ ছাড়া কমিটিতে ১০ জনকে সদস্য করা হয়েছে। এ কমিটি আগামী ৭ জানুয়ারি থেকে ১৫০০ টাকা ফি নেওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করবে।
এর আগে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ‘উচ্ছ্বাসে উল্লাসে, নতুন আলোর উদ্ভাসে’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
Discussion about this post