অনলাইন ডেস্ক
দেশের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী উদ্যোক্তা ও জিএমই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চট্টগ্রামের বনেদি পরিবারের সন্তান ডা. চৌধুরী হাসান মাহমুদ (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বাদ জোহর ঢাকার গুলশান আজাদ মসজিদে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে বনানী করস্থানে দাফন করা হবে।
ডা. চৌধুরী হাসান মাহমুদ চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি গ্রামের মরহুম শিল্পপতি এম.আর চৌধুরীর দ্বিতীয় পুত্র। এছাড়া তিনি আবদুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা শিল্পপতি মরহুম আবদুল মোনেম সাহেবের কনিষ্ঠ কন্যা ও জিএমই গ্রুপের চেয়ারম্যান ডা. ফারহানা মোনেমের স্বামী। মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. চৌধুরী হাসান মাহমুদ দেশের স্বাস্থ্য সেক্টরে অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতির আমদানি, বিপণন, বাজারজাতকরণ এবং উন্নতমানের মেডিকেল ডিভাইস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। এছাড়াও এগ্রো কেমিক্যালস, গ্রাফিক্স ও মুদ্রণশিল্পসহ নানা সেক্টরেও তাঁর বিশাল ভূমিকা রয়েছে। তিনি ছোট-বড় অনেক শিল্প প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা।
Discussion about this post