অনলাইন ডেস্ক
দ্রুতগতিতে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। বেকায়দায় পুরো বিশ্ব। হিমশিম খাচ্ছে বড় দেশগুলোও। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র। আর মৃতের দিক দিয়ে ইতালি। ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বের ২০৫টি দেশে এ ভাইরাসে ১২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যে জানা গেছে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২৭ জন। মোট আক্রান্ত হয়েছে ১২ লাখ ০১ হাজার ৯৬৪ মানুষ। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৮ জন।
ভাইরাসাটির উৎপত্তিস্থল চীনে এ পর্যন্ত ৮১ হাজার ৬৩৯ জন আক্রান্ত হয়েছে। মরা গেছে ৩ হাজার ৩২৯ জন। আর সুস্থ্য ৭৬ হাজার ৯৬৪।
অথচ চীনের অনেক পর আক্রান্ত হয়েও মার্কিন যুক্তরাষ্ট্র মৃত্যু এবং আক্রান্তের সংখায় চীনকে ছাড়িয়ে গেছে। দেশটিতে এ পর্যন্ত ৩ লাখ ১১ হাজার ৩৫৭ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ হাজার ৪৫২ জন। বিপরীতে সুস্থ্য হয়েছে ১৪ হাজার ৮২৫ জন। শনিবার দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ২২৪ জন। এটি যুক্তরাষ্ট্র তো বটেই, মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত যেকোনও দেশের জন্যই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। অঙ্গরাজ্যটিতে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৬২৪ জন মারা গেছেন। নিউ জার্সিতে মারা গেছেন ৪৫৪ জন, মিশিগানে ২৫২ ও ওয়াশিংটনে ২০০ জন।
সর্বোচ্চ আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি। সেখানে আক্রান্ত ১ লাখ ২৪ হাজার ৬৩২ জন। তবে সবচেয়ে বেশি মৃত্যু কিন্তু ইউরোপের এ দেশটিতে। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ১৫ হাজার ৩৬২ জন। মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৯৬ জন। মহামারি এই ভাইরাসে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতালিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল।
আক্রান্তের দিক দিয়ে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় ইউরোপের আরেক দেশ স্পেন। দেশটিতে করোনার কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ১১ হাজার ৯৪৭ জন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৮ জন। সুস্থ্য হয়েছেন ৩৪ হাজার ২১৯ জন।
এদিকে ফ্রান্সে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৯ হাজার ৯৫৩জন আর মারা গেছে ৭ হাজার ৫৬০জন। বিপরীতে সুস্থ্য হয়েছে ১৫ হাজার ৪৩৮ জন।
প্রতিবেশী দেশ ভারতে এ ভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ৫৮৮ জন আক্রান্ত হয়েছে। আর দেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে ৯৯ জনের সুস্থ্য হয়েছেন ২২৯। বাংলাদেশে প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত ৭০ জন আক্রান্ত হয়েছে বিপরীতে প্রাণ গেছে ৮ জনের।
Discussion about this post