বিনোদন ডেস্ক
বিশ্বজুড়ে চলছে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা। ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই সিরিজের বহুল আলোচিত সিনেমা ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’। মুক্তির পর মাত্র ১২ দিনে সিনেমাটির আয় ছাড়িয়েছে এক বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় আট হাজার ৫০০ কোটি টাকার বেশি।
বার্তা সংস্থা রয়টার্স, বিবিসিসহ একাধিক গণমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে, করোনা মহামারির পর প্রথম বিলিয়ন-ডলার উপার্জনকারী সিনেমার স্থান দখলে করেছে সিনেমাটি। শুধু তা-ই নয়, উত্তর আমেরিকার বক্স অফিসের শীর্ষস্থান ধরে রাখার মাইলফলক ছুঁয়েছে ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’।
প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে, ব্রিটিশ তারকা টম হল্যান্ডের জনপ্রিয় ভূমিকায় মাত্র ১২ দিনে উত্তর আমেরিকায় ৪৬৭.৩ মিলিয়ন মার্কিন ডলার এবং আন্তর্জাতিকভাবে ৫৮৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ পরিচালনা করেছেন জন ওয়াটস। টম হল্যান্ড ছাড়াও অভিনয় করেছেন জেন্ডায়া, উইলেম ডেফো, জেমি ফক্স প্রমুখ। এই সিনেমাতে ‘স্পাইডার-ম্যান’ বা পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড।
ট্রেইলারে দেখা গেছে, পিটার পার্কার ড. স্ট্রেঞ্জের সঙ্গে দেখা করছে। তাঁরা আলোচনা করছেন, মিস্টিরিওর সেই ভিডিও ফুটেজ নিয়ে। ফুটে উঠেছে পিটারের পরিচয় জানার পর তাঁর জীবনের বিভিন্ন মানসিক টানাপোড়েন ও উত্থান-পতন। ট্রেইলারের শেষে দেখা যায় ড. অক্টোপাসকেও।
‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ যৌথভাবে প্রযোজনা করছে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ও মার্ভেল স্টুডিওস।
Discussion about this post