শিক্ষার আলো ডেস্ক
স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ঢাকা কলেজে বঙ্গবন্ধুর ন্মশতবর্ষ-স্মারক উদ্বোধন করা হয়েছে ৷বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টায় এই স্মারক ম্যুরালের উদ্ধোধন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর অর্থায়নে এ স্মারকটি নির্মিত হয়েছে ৷ স্মারকের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ৷
ঢাকা কলেজ অধ্যক্ষ বলেন, আমার খুব ভালো লাগছে যে, স্বাধীনতার সুবর্নজয়ন্তী, মুজিব জন্মশতবর্ষ ও ঢাকা কলেজের ১৮০ বছর পূর্তির এই সময়ে ঢাকা কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ধোধন করা হলো ৷ এছাড়াও ম্যুরাল স্থাপনের কাজের জন্য ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি৷
ঢাকা কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের মাধ্যমে পরিপূর্ণতা এসেছে উল্লেখ করে ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, আমি যখন ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলাম তখন থেকেই একটা জিনিস আমার কাছে অভাববোধ হতো যে ঢাকা কলেজে বঙ্গবন্ধুর কোন ম্যুরাল নেই৷ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে সেই সুযোগটা আমার হয়েছিলো যে এখানে ম্যুরাল তৈরীর বরাদ্দ দেয়া৷ এখন থেকে বিভিন্ন দিবসে ঢাকা কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবে।
ম্যুরাল উদ্বোধন শেষে ঢাকা শিক্ষা বোর্ড, ঢাকা কলেজের অধ্যক্ষ, ঢাকা কলেজ শিক্ষক পরিষদ ও ঢাকা কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম, ঢাকা কলেজ উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো.আব্দুল কুদ্দুস সিকদার সহ অন্যান্য শিক্ষকরা।
Discussion about this post