চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় মহামারি করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণের কাজ শুরু করেছে তরুণদের সংগঠন “উই টু কেয়ার”। এ সংগঠনের সবাই শিক্ষার্থী। এরই মাঝে তারা প্রায় অর্ধশতাধিক পরিবারকে ত্রাণ দিয়েছে।
জানা গেছে, ত্রাণ হিসেবে তারা প্রত্যেক পরিবারকেই পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, আধা কেজি পেয়াজ, আধা কেজি ডাল, একশো মি.লি. সরিষা তেল এবং একটি করে সাবান বিতরণ করেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা হুমায়ুন রশিদ রাজু বলেন, ” দেশের এরকম পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানোটা আমাদের সবারই মানবিক দায়িত্ব। আমরা যতটুকু পারছি এ ধরণের পরিবারে খাবার পৌছে দেয়ার চেষ্টা করছি। প্রত্যেক তরুণের প্রতিই আমার বার্তা থাকবে যে, নিজ নিজ জায়গা থেকেই যে যেভাবে পারুন, এই বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। এটাও দেশের সেবা।”
তিনি আরো জানান, আমরা আমাদের এই কার্যক্রম যতদিন পারবো চালিয়ে যাবো। যেহেতু “উই টু কেয়ার” সংগঠনটিতে কর্মরত সবাই ছাত্র, তাই অবস্থাশীল মানুষদেরকে তাদের পাশে থাকার আহবান জানান রাজু।
Discussion about this post