শিক্ষার আলো ডেস্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১ জানুয়ারি) সকাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা আমরণ অনশনের ঘোষণা দেন। শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে দুপুরে জরুরি ভিত্তিতে ঢাকা থেকে ক্যাম্পাসে আসেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
আন্দোলনরত শিক্ষার্থীদের হল চালু করার ব্যাপারে আশ্বস্ত করেন। তবে শিক্ষার্থীরা তা না মানায় তিনি বলেন, ‘তোমরা কারও দ্বারা ব্যবহৃত হলে, সেটা ঠিক হবে না। নিজেদের ব্যক্তিত্ব তৈরি করতে হবে, যেন নিজেদের ক্ষমতায় ক্ষমতাশালী হতে পারো। আমি তোমাদের সেই শক্তিটা দিতে চাই।’
দীর্ঘক্ষণ উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের কথাকাটাকাটি হয়। প্রক্টরিয়াল বডির সদস্যরাও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চান। তবে শিক্ষার্থীরা অসম্মতি জানান।
শিক্ষার্থীরা কোনোভাবেই আন্দোলন স্থগিত না করাই একপর্যায়ে উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, ‘আমি কথা দিচ্ছি, শিক্ষার্থীদের হলে ওঠার ব্যবস্থা করা হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হবে।’
উপাচার্য বলেন, ‘আগামী ২১ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হলে ওঠার ব্যবস্থা করতে না পারলে, আমার বাংলোর গেট খুলে দেওয়া হবে।’ এরপর সন্ধ্যার দিকে উপাচার্যের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ান শিক্ষার্থীরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন হলগুলো চালু করতে দ্রুতগতিতে কার্যক্রম এগিয়ে নিতে নির্দেশ দিয়েছেন উপাচার্য। সেই অনুযায়ী সবকিছুর ব্যবস্থা করা হচ্ছে।
Discussion about this post