শিক্ষার আলো ডেস্ক
চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার ২১ মাস পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগে ফল প্রকাশ করা হয়নি। বিভাগটির ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (৪৫ তম ব্যাচ) তৃতীয় বর্ষের এ পরীক্ষার ফল প্রকাশ না করেই নেওয়া হয়েছে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা। খাতাকলমে এখনো তৃতীয় বর্ষ পার করতে না পারায় শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তায় আছেন প্রায় ছয় বছর আগে ক্যাম্পাসে পদার্পণ করা এ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র জানায়, চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার ৪৫ থেকে ৬০ কর্মদিবসের মধ্যে সাধারণত ফল প্রকাশিত হয়। পাশাপাশি একটি বর্ষের পরীক্ষার ফল প্রকাশের আগে পরবর্তী বর্ষের পরীক্ষা নেওয়াটাও নিয়মবহির্ভূত।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ৫ জানুয়ারি ফার্মেসি বিভাগে ৪৫তম ব্যাচের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা শেষ হয় ২০ ফেব্রুয়ারি। সে হিসেবে প্রায় ২২ মাস পেরিয়ে গেছে। তবে পরীক্ষা পরবর্তী সব কাজ সম্পন্ন করে এখনো ফল প্রকাশ করতে পারেনি বিভাগটি। এ ছাড়া চলতি বছরের ২ আগস্ট ব্যাচটির চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়।
এদিকে ২ ডিসেম্বর এরকম দীর্ঘ শিক্ষাজীবন নিয়ে শঙ্কার কথা জানিয়ে ৪৫তম ব্যাচের ৪৬ জন শিক্ষার্থী বিভাগীয় সভাপতির কাছে আবেদনপত্র দেন। এতে চারটি দাবি উপস্থাপন করেন তারা। দাবিগুলো হলো- আগামী বছরের জানুয়ারির মধ্যে চতুর্থ বর্ষের সকল কার্যক্রম সম্পন্ন করে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শুরু করা, হাসপাতাল ট্রেনিংসহ জুন মাসের মধ্যে পঞ্চম বর্ষের সকল কার্যক্রম শেষ করা এবং ৪৫তম বিসিএসসহ অন্য সরকারি-বেসরকারি চাকরির আবেদনের সুবিধার্থে ‘বিফার্মের’ সকল কার্যক্রম সম্পন্ন করে ৭৫ দিনের মধ্যে ফল প্রকাশ করা।
চতুর্থ দাবিতে প্রথম তিনটি দাবি বাস্তবায়নের আশ্বাস দিতে সভাপতিকে পরবর্তী পাঁচ কর্মদিবসের সময় দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা বলছেন, দাবি বাস্তবায়নের আশ্বাসের বদলে তাদের উল্টো বকাঝকা করেছেন বিভাগের শিক্ষকরা।
ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের মধ্যে রাজনীতি নিয়ে দীর্ঘদিনের অন্তঃকোন্দল আছে। এ কোন্দলে এক রাজনৈতিক দলের শিক্ষকরা অপর রাজনৈতিক দলের শিক্ষকদের দেখতে পারেন না। যে কারণে বিগত প্রায় এক যুগে এ বিভাগে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। এ কারণে বিভাগে শিক্ষক সংকটও তৈরি হয়েছে। এমনিতেই বিভাগের স্নাতক কোর্স পাঁচ বছরের, এরপরও এসব কারণে দিনের পর দিন সেশনজট বেড়েই চলেছে। ফলে পাঁচ বছরের স্নাতক শেষ করতে সময় লাগছে প্রায় আট বছর।
এ বিষয়ে ৪৫তম ব্যাচের তৃতীয় বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আবদুল্লাহ ফারুক বলেন, ফলাফলের বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না। ফলাফল প্রকাশের জন্য আমরা সব কাজ সম্পন্ন করেছি।
সার্বিক বিষয়ে ফার্মেসি বিভাগের সভাপতি মুহম্মদ দিদারে আলম মুহসিন বলেন, আমাদের বিভাগে কিছুটা সেশনজট আছে। তবে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষকরাসহ অক্লান্ত পরিশ্রম করে চলেছি। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা বিভাগে সভা ডেকেছিলাম। শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি।
Discussion about this post