শিক্ষার আলো ডেস্ক
অ্যামাজনে চাকরি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ফারুক হোসেন মিলন। ই-মেইলের মাধ্যমে ফারুককে বিষয়টি নিশ্চিত করেছে অ্যামাজন কর্তৃপক্ষ।
ফারুক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ৪০তম ব্যাচের শিক্ষার্থী। তিনি কানাডার ভ্যাঙ্কুভার অফিসে অ্যামাজনের ওয়েব সার্ভিস টিমে কাজ করবেন। আগামী বছরের নভেম্বরে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে ফারুক হোসেনের।
এ বিষয়ে ফারুক হোসেন বলেন, প্রথমে একটা অনলাইন মূল্যায়ন হয়। যেখানে আমাকে ৩টি সমস্যা সমাধানের জন্য ৯০ মিনিট সময় দেওয়া হয়। আমার সব মিলে ৩৫ মিনিট সময় লাগে। ৩টি রাউন্ডে প্রব্লেম সল্ভিং এবং একটি রাউন্ডে সিস্টেম ডিজাইন জিজ্ঞাসা করা হয়। এছাড়া প্রতি রাউন্ডে লিডারশিপ নিয়েও প্রশ্ন করা হয়। পরে অ্যামাজন কর্তৃপক্ষ আমাকে চূড়ান্তভাবে নির্বাচিত করে।
অ্যামাজনে চাকরি পাওয়ার অনূভুতি প্রকাশ করে ফারুক বলেন, গুগল-অ্যামাজনের মতো এমন প্রতিষ্ঠানে আমি ১৪ বার ব্যর্থ হয়ে ১৫তম বার সফল হয়েছি। এক সময় হতাশ হয়ে পড়েছিলাম কিন্তু বিশ্বাস করতাম ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। এতদিনে স্বপ্নপূরণ হলো। এমন প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। ফেসবুক, অ্যামাজন, গুগলের মতো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার অনুভূতি আসলে যে পায়, সেই বোঝে।
Discussion about this post