শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যেকোন ধরণের যৌন নির্যাতন, যৌনতা বিষয়ক হয়রানি অভিযোগ দায়েরের সহযোগিতার জন্য ‘যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটি’র সভাপতি পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেছা।
গতকাল রবিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি পুনর্গঠনের বিষয়টি জানানো হয়। এই কমিটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোন ধরণের যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ গ্রহণপূর্বক মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোকে আইনানুগ ব্যবস্থা করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জোবাইদা নাসরীন, জাবির আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস, জাবির পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক জেবুন্নেছা জেবা, জাবির বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইশিতা আখতার। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) শাহনাজ হোসেন।
কমিটির সভাপতি অধ্যাপক ড. জেবউননেছা বলেন, আমার জেন্ডার স্পেশালিষ্ট হিসেবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে কেউ যৌন নির্যাতনে অভিযুক্ত হলে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা গ্রহণ করবো। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতন প্রতিরোধে এমন একটি কমিটি আছে সেটা বিশ্ববিদ্যালয়ের সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেও আমরা কাজ করবো।
উল্লেখ্য, অধ্যাপক ড. জেবউননেছা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের প্রথম নারী সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন।
বর্তমানে তিনি জাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রের অতিরিক্ত পরিচালক, মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলের একজন বহিস্থ সদস্য এবং পেশাজীবি নারী সমাজের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. জেবউননেছা চাকরি ও শিক্ষা ক্যাটাগরিতে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঢাকা বিভাগীয় জয়িতা-২০১৯ সম্মাননা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে কৃতি শিক্ষার্থী হিসেবে বেগম রোকেয়া স্বর্ণপদক লাভ করেছিলেন।
Discussion about this post