নিজস্ব প্রতিবেদক
২০২১ সালের দাখিল পরীক্ষায় এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে ২০২২ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ ২০২১ সালে শেষ হয়েছে তাদের রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে।এর জন্য আগামী ২৩ জানুয়ারির মধ্যে আবেদন করতে শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বুধবার (৫ জানুয়ারি) সকালে মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে জানা যায়, রেজিস্ট্রেশন নবায়নে ২০০ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের। তবে অতিরিক্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত কাগজপত্রসহ আবেদন জমা দেওয়া যাবে বোর্ডে।
রেজিস্ট্রেশন নবায়নের ক্ষেত্রে আবেদনপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড এবং এর ফটোকপিসহ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারের নামে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে ২৩ জানুয়ারির মধ্যে অবশ্যই বোর্ডে আবেদন করতে হবে।
আবেদনপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড, এর ফটোকপি ও বিলম্ব ফিসহ ৩০০ টাকার ব্যাংক ড্রাফট বোর্ডে জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি।
Discussion about this post