খেলাধূলা ডেস্ক
টেস্ট ক্রিকেটে এত সুন্দর সকাল আর দেখেনি বাংলাদেশ। যেখানে একদল তরুণে ভর করে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি স্মরণীয় জয় এটি। তবুও এই স্মরণীয় আপাতত ভুলে যেতে চান বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। এই জয়ের উচ্ছ্বাস ভুলে ক্রাইস্টচার্চে পরের টেস্টে নজর দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।
নিউজিল্যান্ডের মাঠে তাদেরকেই টেস্টে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যাদের মাটিতে গেল ১১ বছর এশিয়ার কোনো দলই জিততে পারেনি, সেটা এবার অনায়সেই করে দেখাল বাংলাদেশ।
ক্রিকেটে এমন ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাসে ভাসছে পুরো বাংলাদেশ। কিন্তু অধিনায়ক মুমিনুল এই উচ্ছ্বাসে গা ভাসাচ্ছেন না। সিরিজে চোখ রেখে আপাতত ক্রাইস্টচার্চ টেস্ট নিয়ে ভাবছেন মুমিনুল। আগামী ৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশি তারকার লক্ষ্য তাসমান সাগর পাড়ের দেশটি থেকে প্রথমবারের মতো সিরিজ জিতে ফেরা। ম্যাচ শেষে সেটাই জানালেন অকপটে, ‘আজকে আমি এই জয় ভুলে যেতে চাই এবং ক্রাইস্টচার্চে পরের টেস্টে নজর দিতে চাই।’
মুমিনুল স্মরণ করেছেন গত দুই বছরের দুর্দশার কথাও। তিনি বলেন, ‘গত ২ বছরে টেস্টে আমরা ভালো করিনি। পরের ধাপে যেতে এরকম জয়, এই ম্যাচ জয়টা জরুরি ছিল। দলীয় প্রচেষ্টায় এসেছে এই জয়। সবাই জিততে মরিয়া ছিল। সব বিভাগে সবাই নিজেদের মেলে ধরেছে। দারুণ টিম ওয়ার্ক ছিল।’
বোলারদের প্রশংসা করে অধিনায়ক বলেন, ‘আমরা জিতেছি মূলত আমাদের বোলারদের কারণে। প্রথম ও দ্বিতীয়, দুই ইনিংসেই ওরা ছিল এক কথায় দুর্দান্ত। ওরা কঠোর পরিশ্রম করেছে। ঠিক জায়গায় বল করেছে। নিউজিল্যান্ডকে চাপে রেখেছে। তাতে আমরা সফল।’
গেল বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে খুব বাজে সময় কেটেছে বাংলাদেশের। গত চক্রে নিজেদের ৭ ম্যাচের ৬টিতেই হেরেছিল বাংলাদেশ, একটিতে করেছিল ড্র। কিন্তু এবারের চক্র শুরু হলো দুর্দান্তভাবে। তাও আবার বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে। টেস্ট চ্যাম্পিয়শিপে বড় জয় দিয়ে নতুন বছর শুরু করল মুমিনুল হকের দল।
Discussion about this post